আজকাল ওয়েবডেস্ক: বারবার ধর্ষণের জেরে গর্ভবতী তরুণী। শেষমেশ ধর্ষককেই বিয়ে করার জন্য নির্যাতিতাকে জোর করল পুলিশ! যোগীরাজ্যে পুলিশের এহেন কাণ্ডে রীতিমতো তোলপাড়। আবারও প্রশ্নের মুখে নারী নিরাপত্তা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনৌরের কোতওয়ালি এলাকায়। পুলিশ জানিয়েছে, গত বছর ৩৫ বছর বয়সি এক যুবকের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ জানিয়েছিলেন ১৯ বছরের এক তরুণী। এক গ্রামেরই বাসিন্দা ছিলেন তাঁরা। নির্যাতিতা অভিযোগ জানিয়েছিলেন, তাঁকে একাধিকবার ধর্ষণ করেছেন অভিযুক্ত যুবক। ধর্ষণের ভিডিও করে ব্ল্যাকমেল পর্যন্ত করতেন। বারবার ধর্ষণের জেরে গর্ভবতী হয়ে পড়েন তরুণী। গত বছর সেপ্টেম্বর মাসে থানায় ধর্ষণের অভিযোগ জানাতে আসেন।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, তখন থানায় কর্তব্যরত পুলিশ ধর্ষণে অভিযুক্ত যুবককে বিয়ে করার জন্য নির্যাতিতাকে জোরাজুরি করে। এরপর সেই মাসেই যুবকের সঙ্গে বিয়ে হয় তরুণীর। নভেম্বর মাসে সন্তান প্রসব করেন নির্যাতিতা। বিয়ের পর জানতে পারেন, অভিযুক্ত যুবক বিবাহিত। তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে অন্যত্র থাকেন।
যুবকের এই কীর্তি জানার পর আবারও থানায় অভিযোগ জানাতে যান তরুণী। পুলিশের বিরুদ্ধে ফের গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি। তরুণীর অভিযোগের ভিত্তিতে এবার ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
